About us

 লেখক পরিচিতিঃ
 
১, নামঃ     শাহতাজ তানজিন
    জন্মঃ     ২০০২ ইং, ( ঢাকা )
    পেশাঃ   শিক্ষার্থী,


২,  নামঃ   রুহানা আক্তার হেপী
     জন্মঃ   ২০০০ইং ( সিলেট )
     পেশাঃ  শিক্ষার্থী




৩,  নামঃ  কাজী ইলিয়াছ আলী অশ্রু,
      জন্মঃ   ১৯৮৫ ইং ( হবিগঞ্জ )

      পেশাঃ  ফরেক্স ট্রেডিং,
     

 

 

 

 

 সাহিত্য চর্চার অদম্য চেষ্টা স্বরূপ  ২০০২ সালে  জন্ম নেওয়া  শাহতাজ তানজিন  মাত্র ১৭ বছর বয়সেই হয়ে উঠেছেন একজন আদর্শিক কবি। তার চমৎকার কবিতা রচনা মন ছুঁয়ে যায়। স্বল্প বয়সী একজন শিক্ষার্থী হয়েও  পড়া-লেখার পাশাপাশি তার কাব্য রচনা পাঠকের মন কেড়ে নেয়। সাহিত্যের প্রতি গভীর অনুরাগ আর সমাজের মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করতে তার সাহিত্য জগতে পদচারণা। কেননা- সাহিত্যপ্রেমী মানুষ দ্বারা কখনো সমাজের অকল্যাণ হয় না, বরণ-  সাহিত্যপ্রেম মনুষ্যত্বের বিকাশ সাধন করে


              রুহানা আক্তার হেপী  ১৫ই অক্টবর ২০০০ইং সালে সিলেটে জন্ম। পেশায় একজন উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী । স্কুল জীবন থেকেই পড়ালেখার পাশাপাশি কবিতা, গল্প , লিখতেন। সাহিত্যের প্রতি অনুরাগ আর ভালোলাগা থেকেই লেখালেখির জগতে প্রবেশ করেছেন। এই তরুণ উদীয়মান লেখক বিশ্বাস করেন--সাহিত্য আত্মার খুরাক, যা- মনলে প্রসন্ন করে, আর এই খুরাক মনকে দিতে পারলে- মানব সত্ত্বা কখনো নষ্ট হয় না।



ছাত্রজীবনে ক্লাস সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকে  কবিতা লেখার জগতে পা রেখেছিলেন  কাজী ইলিয়াছ আলী অশ্রু । মুলত ছোটবেলা থেকেই তার কবিতার প্রতি খুব প্রেম ছিলো। সেই অনুরাগেই তার এই জগতে পদার্পণ । একজন উদিয়মান লেখক হিসাবে তিনি বিশ্বাস করেন-  সাহিত্যপ্রেম আত্মাকে নষ্ট হওয়ার পথ থেকে বিরত রাখে। সাহিত্যরস নিজের মধ্যে ধারন করতে পারলে জীবন আলোকিত হয়, সমাজ হয় সুন্দর ও সস্তির।




রুহানা আক্তার হেপী




কাজী ইলিয়াছ আলী অশ্রু