Tuesday, January 14, 2020

কবিতাঃ পুরনো শূন্য- নিকুঞ্জে

📕📗((( পুরনো শূন্য- নিকুঞ্জে )))📗📕
-------- রুহানা আক্তার হেপী ----------
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'' আমি চলে যাচ্ছি-
তোমার থেকে অনেক দূরে,
সম্পর্কের সুতোটা ছিড়ে গেছে বলেই-
মনের আকুতি মনকে এখন আর টানে না।
টলে না এখন আর অস্তিত্বের ভীত।
আমি তাই ছেড়ে যাচ্ছি অবহেলার শহর,
কিন্তু তিলে তিলে গড়া ভালোবাসাকে বিসর্জন দেইনি,
মনের মাঝে  লালিত স্বপ্নগুলো সাথে নিয়েই যাচ্ছি,
বৈরী সময় শেষে আবার ফিরে আসবে বসন্ত-
সেই বিশ্বাসে সময়কে সাক্ষী রেখে গেলাম......।
একদিন-
সব হারিয়ে যখন নিঃস্ব হবে বুঝবে;-
আমায় অবহেলা করা জীবনের বড় একটা ভুল ছিলো।
হয়তো হেলায় হারানো রত্নের কথা ভেবে-
খুব আফসোস হবে তুমার।
তবু যদি মনের ব্যকুলতায়-
সবচেয়ে আপন মানুষটাকে ফিরে পাওয়ার বাসনা জাগে,
তবে ফিরে এসো সেই চেনা পথের
পুরনো শূন্য- নিকুঞ্জে,
আমি দ্বার খুলে অপেক্ষায় থাকবো।
---------------------০০০০--------------------
----------------------------(( ১৪,০১,২০২০ইং ))

0 comments:

Post a Comment