Tuesday, January 14, 2020

কবিতাঃ পেত্নির খোঁজে

📕📗((((((( পেত্নির খোঁজে ))))))))📗📕
------ ---কাজী ইলিয়াছ আলী অশ্রু---------
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
গল্পটা বেশ অদ্ভুত!
পেত্নির খোঁজে ভুত......
কখনো পেতাপ্তার কবলে
কখনো মৃত্যুর মিছিলে
কখনো অন্ধকারের কানা গলিতে
কখনো ভাঙ্গা সেতুর তলানিতে
কখন জনশূন্য অরণ্যের ঝোপঝাড়ে
কখনো ঘনবসতিপূর্ণ লোকের ভীড়ে
রোজ খুঁজে বেড়াই একটা মুখ
জলাঞ্জলি দেই সর্বসুখ
আজ আবধি পাইনি খুজে
খুঁজি তারে নয়নের পাতা বুজে
স্বপ্নের স্বপ্নকুমারীদের ভীড়ে-
হারিয়ে যাওয়া সেই মানুষটি আসেনি আজো ফিরে...
তবু বাসনা রাখি একদিন হবে সুখ আস্বাদন
হবে তার সাথে  মিলনের সুখে আলিঙ্গন
হবে একটা ভালোবাসার ঘর
ভালোবাসার পেত্নি সে যে - আমি হবো বর...।।
==============০০০==============

0 comments:

Post a Comment