Sunday, January 12, 2020

কবিতাঃ বিনয় মিনতি

📕📗 (((((( বিনয় মিনতি ))))))📗📕
----- কাজী ইলিয়াছ আলী অশ্রু -------
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
তপ্ত রোদের উত্তপ্ত বালুচরের-
না মিটে জলের তৃষা,
না হয় অঙ্গ কর্দম আচ্ছন্ন
নামুক যতই বর্ষা ।
না হয়  বুকে শস্যের ফলন-
না জন্মে তরু-লতা,
মানব-দানব না গড়ে বসতি-
না হয় শেষ চির-রুক্ষতা।

তবু কিছু জন্তু-জানোয়ার-
পোকা-মাকর খুঁজে পায় ঠাই তার বুকে,
মানব কল্যাণ সাধিত হয়-
উন্মোক্ত-দ্বার সৃষ্টি- সুখে।
আকর্ষিক বৃষ্টিপাতের প্রবল জলধারায়-
নুড়ি, কাঁকর, বালি বয়ে নিয়ে যায়,
নতুন বৈচিত্র্য ভুমি করে সৃজন
সূর্যালোকে কর্দমধারার শুষ্কতায় ।
সেখানে ফের হয় বসতি,
হয় তরুলতা শস্য ফলন,
ধরায় সবই কল্যাণকর-
যা কিছু হয়েছে সৃজন ।

ভুলেও তাই করো না অবজ্ঞা
সৃষ্টির প্রতি----,
মানবের কাছে করে গেলাম
এই বিনয় মিনতি.....................।।
-----------------০০০----------------
------------(((( ১২,০১,২০২০ ইং ))))

0 comments:

Post a Comment