Sunday, December 29, 2019

কবিতাঃ প্রহসন

📖 প্রহসন
- কাজী ইলিয়াছ আলী অশ্রু--
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
আমার মনে পাপ ছিলো না
কথার মাঝে ফাঁদ ছিলো না
উদারতায় ভনিতা ছিলো না
বিশ্বাসে সংশয় ছিলো না
কাজের মাঝে ফাঁকি ছিলো না
কাছে থাকার লোভ ছিলো না
হাসির ভিতর ছল ছিলো না
বন্ধু বলেই বন্ধু হয়ে
খোঁজ নিতাম রোজ...।।
অথচ খুব সহয়েই বলে দিলো-
''এতোকিছু ভালো লাগে না''-।
খুব সহজে বলা খুব ছোট একটা কথা-
সমস্ত হৃদয়টা-কে ভেঙ্গে চৌচির করে দিয়েছে,
বাকরুদ্ধ হয়ে পড়েছে- আমার যত কথা,
এখন আর কারো খোঁজ নিতে যাই না,

----------------------------------------------------------
-












0 comments:

Post a Comment