Tuesday, January 7, 2020

কবিতা; সংবরণ


        📕📗 (( সংবরণ )) 📗📕
---- কাজী ইলিয়াছ আলী অশ্রু---
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'' ললনা', না রাখলে আবৃত বক্ষদেশ-আবরনে,
না করলে সংবরণ - তব চলন-বলন;--
ক্ষুধা-মত্তদের ভিড়ে,
ক্ষিণ বস্ত্রে প্রদর্শিত -
বক্ষদেশের উন্মুক্ত মাংসস্তুপের মৃদু স্পন্দন,
আবেদনময়ী অঙ্গসজ্জা,
কামবাসনা জাগ্রত করে নষ্ট লালসায়,
ক্ষুধামত্ত উন্মাদেরা যদি-  সহসা লুটেপুটে খায় তব সর্বস্ব,
যদি দুসর কালিমায় চিহ্ন একে দেয় তব অঙ্গে,
লজ্জায় মুখ লুকাবে কোথায়...???
হায়নার দল পথের বাঁকে বাঁকে -
ওঁত পেতে থাকে,
সুযোগ পেলেই হানা দেয় - কেঁড়ে নেয় জীবনের সব সপ্ন,
কেউ হারা আদরের কন্যা, কেউ হারায় বোন......।

' ললনা ', আবরণে আবৃত সজ্জা-
সৌন্দর্যকে করে দান - মুগ্ধতার সম্মান,
সংবরণ করো তবো বেপরোয়া চলা-
আছে হাদিসে ফরমান...।
মারের সমজাতি তুমি-  আছে -অগাধ সম্মান,
আপন অভিলাষে হারিয়ে ফেলো না---
-- নিজেরই মান ;................................................।।
-----------------------------০০০-------------------------------
-------- ----------------------------------------------------------
বিঃদ্রঃ- কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, সচেতনতা
            বৃদ্ধির লক্ষ্যে আমার এই ছোট প্রচেষ্টা মাত্র। তবু
কারো মনে কষ্টের সৃষ্টি করলে-- মাফ করে দিবেন।
-------------------------------------- --------(( কেমিয়া অশ্রু ))


0 comments:

Post a Comment