Wednesday, January 1, 2020

কবিতা" ফেরারী স্বপ্ন

ফেরারী স্বপ্ন

রুহানা আক্তার হেপী
--------------------------------------
''মাঝে মাঝে খুব বেশি মনে হয়-
সত্যি কেউ কারো নয়,
সময়ের প্রয়োজনে জীবনে কেউ একজন আসে -
মায়া বাড়াতে,
আবার সময়ের প্রয়োজনে জীবন থেকে হারিয়ে যায়...
বাস্তব আসলেই অনেক বেশি ভয়ংকর,
আর আবেগ খুব খারাপ ………… .
পৃথিবীর কারো আপন হওয়াটা হয়তো অনেক সহজ,
কিন্ত'-
কাউকে আপন করে পাওয়াটা খুব কঠিন...।।
      

       যে খুশি করার জন্য মায়াধরা-
       হাসি হাসতে জানে না,
       যার মনটা পাথরের মতো শক্ত,
        জীবনে তাকেই ভালোবাসো...!
        কারণ;- সেই পাথড়ে যদি-
        একবার ফুল ফোটাতে পারো,
        তবে সেই ফুল শুধু
        তোমাকেই সুভাস  দিবে,
        আর কাউকে নয়......।।

আপনার খোঁজে আপন ছেড়ে
যে যায় ফিরে,
মিছে মায়ায় অশ্রু ঝরাই
আপন আপন করে,
বহুদ্বার চেনা যার- সে একঘরে রয় না স্থির
ফেরারী স্বপনের তরে- আর হবো না অধীর......।।

------------------০০০০----------------------





0 comments:

Post a Comment