Thursday, January 2, 2020

কবিতাঃ পালা বদল


📕📗 (( পালা বদল ))📗📕
---কাজী ইলিয়াছ আলী অশ্রু---
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'' জীবনের অনেকটা সময়-
একটা ঘোরের মধ্যেই কেটে গেলো,
মনেই হয়নি কোনোদিন- বহুগামী মনের শাসনে
একটা নেশার মধ্যে জড়িয়ে গেছে জীবন।
যখন-তখন মনে হতো-
কি যেনো ফেলে এসেছি পথের বাকে,
মনে হতো- কেউ হয়তো পিছু ডাকছে আমায়,
যখনই রাতের অন্ধকার নেমে আসত-
খুব বেশি একা মনে হতো নিজেকে,
বিষণ্ণতায় ভোগতাম প্রতিদিন...।
ভাবনার মধ্যেই ডুবে থাকতাম,
আমার যতো কষ্ট, যত অভিমান,
সবই ছিলো ভ্রান্ত কল্পনা,
আসলে- ফেলে আসার মত কিছু ছিলো না কোনোদিন,
আর-
হারানোর মতো ছিলোনা কোনো ধন,
ছিলো না কোনো সম্পর্কের বন্ধন,
পথ চেয়ে বসে থাকার মতো ছিলো না আপনজন,
আবেগী মনের উপর ছিলো না- নিজের নিয়ন্ত্রণ.........।

একদিন বোধ ফিরে এলো বলে,
অবান্তর ভাবনাগুলো ছুঁড়ে ফেলে-
মনের উপর প্রতিষ্টা করেছি- নিজের নিয়ন্ত্রণ,
আর বাস্তবটাকে মোকাবেলা করার সাহস যুগিয়েছি,
বাস্তবকে উপভোগ করতে অভ্যস্ত হয়েছি,
যদিও- অনেক বিলম্ভ হয়েছে,
তবু- নিজেকে সংশোধনের রাস্তায় ফিরে এনেছি..............।

কেউ ইচ্ছে করেই বদলে যায়,
আর কেউ পরিস্থিতির শিকার হয়ে-
বাধ্য হয়ে নিজেকে বদলে নেয়,
বহুতাবধি নদীর মতো জীবনেরও অনেক বাঁক থাকে,
আর জীবনের প্রতিটা বাঁকেই -
আয়োজনে - প্রয়োজনে মানুষকে বদলে দেয়,
আমিও তাই- নিজেকে বদলে নিয়েছি...।

কাল যা ভাবে ভেবে অস্থির থাকতাম,
আজ তা কেবলই পাগলামি মনে করে-
একা একাই হাসি,
হয়তো জীবন এভাবেই চলে,
একটা সময় পর হয়তো এভাবেই বদলে যেতে হয়,
বাস্তবের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়,
পাওয়া-না'পাওয়া, সুখদুঃখ -হাসিকান্নার সংমিশ্রণে-
জীবন কেটে যায় নিজের নিয়মে ......।

জীবনের যেই পরিণতিই হোক, যত দুঃখ- বেদনাই আসুক,
 অবহেলার কাছে নিজেকে বিসর্জন দিতে চাই না আর,
নিজেকে আবদ্ধ রাখবো নিজের মাঝে,
আর মাঝখানে শক্ত দেওয়াল তুলে দিয়ে -
এতোটা ব্যবদান তৈরি করবো যে,
যতো দূরে চন্দ্র তারা, তার চেয়েও দূরে,
যেনো কোনো কল্পবিলাসীর ছায়া আর পড়ে না-
আমার চলার পথে...।
------------------------------------------------------------------------
----------------------------------------- A Solitary Vagrant

0 comments:

Post a Comment