Friday, January 3, 2020

কবিতাঃ বিরহ

📕📗 ((  বিরহ  )) 📗📕
----- রুহানা আক্তার হেপী ---
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
আমি তোমার মধ্য রাতে—
গুমরে কাঁদার কারণ,
আমি তোমার 'সেই কথা-
যা কাউকে বলা বারণ,
আমি তোমার ভাগ্য রেখা—
আমিই সেটার গণক,
আমি তোমার প্রতি ফোঁটা—
অশ্রু জলের জনক...।

আজ তুমি-আমি ভিন্ন ভিন্ন -
ভিন্ন মোদের চলা,
তুমি হলে অনুরাগী-
আর  আমি মনভুলা,
তবু কিছুই বলার ছিলো-
হলো না কিছু বলা,
আমারো এখন তুমার মতো-
মনে ভিষম জ্বালা.........।
-----------০০০---------------


0 comments:

Post a Comment