Friday, January 10, 2020

কবিতাঃ বন্ধু

  📕📗 (((((((((  বন্ধু  ))))))))))) 📗📕
--------- রুহানা আক্তার হেপী----------
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
  বন্ধু মানে রোদেলা দুপুরে একটু শীতল ছায়া
  বন্ধু মানে একাকিত্তে মনের মৌন মায়া।
  বন্ধু মানে শীতের ভোরে রোদের উঞ্চতা
  বন্ধু  মানে মধ্যরাতে গায়ে জড়ানো খ্যাতা।
  বন্ধু মানে সারাজীবন একসাথে পথ চলা
  বন্ধু  মানে ইচ্ছেমতো মনের কথা বলা।
  বন্ধু মানে লংড্রাইভে  সংশয়হীন ঘুরতে বেড়ানো
  বন্ধু মানে অন্যের কাছে বন্ধুর দোষ লুকানো।
  বন্ধু মানে মোবাইলে কখনো মিস কল না দেয়া
  বন্ধু মানে হোটেলের বিল এগিয়ে নিয়ে নেওয়া।
  বন্ধু মানে সুখে- দুঃখে একসাথে থাকা
  বন্ধু মানে গরমকালে তালপাতা হাতপাখা।
  বন্ধু মানে ভেদাভেদ ভুলে দূরহতে কাছে আসা
  বন্ধু মানে গরীবের প্রতি ধনীর ভালবাসা।

বন্ধু মানে নিঃসঙ্গতাকে একটু সঙ্গ দেওয়া
বন্ধু মানে এতিমকে কাছে টেনে নেওয়া
বন্ধু মানে বাসের ভিড়ে সিট ছেড়ে দেওয়া
বন্ধু মানে দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়া,
বন্ধু মানে বন্ধু দিবস,বন্ধু প্যাকেজ ঘোষনা
বন্ধু মানে বন্ধু খোঁজা,ওয়েবসাইটে বন্ধুর ঠিকানা।
বন্ধু মানে আমার হাতের ছোট্ট মোবাইল খানা
বন্ধু মানে অনেক বিশাল -সবটুকু নেই জানা।

  বন্ধু মানে বন্ধু জানে বন্ধু মানে কি
  বন্ধু ছাড়া তোমার আমার একদিনও চলে কি......???
------------------------------০০০-------------------------------------
    ---------(( ১০,০১,২০২০ইং ))

0 comments:

Post a Comment