Wednesday, January 15, 2020

কবিতাঃ প্রবঞ্চনা

📕📗(((((((( প্রবঞ্চনা )))))))) 📗📕
----- কাজী ইলিয়াছ আলী অশ্রু -----
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'' শীতের কোয়াশা থেকে থেকে
নির্ঘুম চাঁদকে দিয়ে যায় ঢেকে
আলো-ছায়া দেখে দেখে-
রাত হলো ভোঁর,
শীতের চাঁদরে উষ্ণ আদরে
কিছু ব্যথা দাও ঢেলে
চোখে দাও জল এনে-
সিক্ত হই- রিক্তের বেদনে...।

আগামীর গঞ্জনা নিতি দেয় হাতছানি
প্রবঞ্চনা বহুব্যথা দিবে মোরে আনি
জানতাম, জানি-
তবু কবু না মানি
হারানো হিয়া মোর মরীচিকার তরে...।

মন দেবো না দেবো না করে
নীরবে বহুদিন রয়েছি একা একা দূরে
ঘুরে ফিরে যখনই এসে
দিয়েছি ধরা ভালোবেসে
মায়া সব গেছে ভেসে
অচেনা দেশে-
একা একা লাগছে যেনো
ভালোবেসে,শুধু ভালোবেসে.........।।
============০০০============
(((( ২২-১১-২০১৯ইং, মিরপুর,ঢাকা )))))

--------------------------------অশ্রু/ A Solitary Vagrant

0 comments:

Post a Comment