Friday, January 10, 2020

কবিতাঃ বিষণ্ণতার কবিতা

📕📗(( বিষণ্ণতার কবিতা )) 📗📕
----- কাজী ইলিয়াছ আলী অশ্রু------
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
''কোন গল্পের অনুসরণে লিখবো কবিতা-!
যখন সব গল্পেই- না চাইলেও চলে আসে-
একাকীত্বের একটা বিশাল অধ্যায়।
কাকে নিয়েই'বা লিখবো -রোমাঞ্চকর  পঙতিমালা,
যখন- প্রায় সবারই একটা অতীত আছে,
ভুলতে না পারা কিছু স্মৃতি আছে,
যা- সম্মুখের আলোর পথে অন্ধকার ছড়িয়েছে...।
কোন ছন্দে সাঝাবো কবিতার চরণমালা,
যখন জীবনের ছন্দহীনতায় ভাবলেশহীন হয়ে পড়ে-
মনে সব আবেগ;
নীরবে গড়িয়ে পড়া চখের জল- যেনো বলে দেয়,
জীবনটা মুল্যহীন।
কোন শব্দের বিন্যাসে রচনা করবো কবিতার চরনমালা,
যখন শব্দগুলো মানে খুঁজে খুঁজে নিজেই ক্লান্ত হয়ে পড়ি,
অবেলায় ঘুমিয়ে পড়ি টেবিলে মাথা রেখে,
অত;পর,
ঘুম ভাঙ্গলে ফিরে আসি আপন ধ্যানে,
ফিরে আসে আমারও কিছু ফেরারি স্বপ্ন,
মনের মাঝে কিছু ব্যথা দেয় ঢেলে,
তখন আমিও কবিতা লেখা ফেলে-
উদাসী হই, পুড়ি কিছু বিষাদ জ্বালায়,
খুঁজি সেই মানুষ-
কার সান্নিধ্যে বিদূর হবে- মনের সব বিষন্নতা,
কেউ আসে না......।
যখন কাউকেই খুঁজে পাই না,
অপার হয়ে তখন বিষাদ জ্বালাকে উপভোগ করতে শুরু করি,
ঠিক তখনই মনে হয়,
কেউ-ই যেনো সুখি নয়-
বিষণ্ণ সংসারে।
যখন- আকাশের চাঁদ-টা-ও ডেকে বলে-
আমিও তুমার মতো খুব একা,
তুমি আমার সঙ্গি হবে?
যখন একলা চাঁদের সঙ্গি হয়ে আমিও জেগে থাকি -
ভোর দেখার আশায়;-
তখন চাঁদকে ও আর পাইনা খুজে
শেষরাতের আকাশে,
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে সে তিমিরের বুকে।
কেবল আমিই একা জেগে রই,
একা ছিলাম, একাই আছি,
বিষণ্ণতা কবিতাই লেখা হয় শেষে-
বিষণ্ণতায় ভোগে.........'' ।
========================================
♨️ বিষণ্ণতার কবিতা
🖌🖌 কেমিয়া অশ্রু, ১০,০১,২০২০ইং,

0 comments:

Post a Comment