Saturday, January 4, 2020

কবিতাঃ অভিমানী - পর্ব-১

📕📗 (( অভিমানী - পর্ব-১ )) 📗📕
--------  রুহানা আক্তার হেপী--------
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
শুনো ' হে- ভোরের পাখি',
মনের কথা বলি,
মন-কাননে ফুটলো ফুল-
নাই কাননের মালি।
ফুলের জীবন যাবে বৃথা-
না আসলে অলি ।
ব্যকুল হয়ে ডাকি ডাকি
নাই তার খোঁজ,
বলো তারে ওরে-পাখি-
আশায় বসে থাকি রোজ।
এতো শোভা- রস-ভার-
না পারি বইতে আর,
না পাই যদি দেখা তার-
বিনা সে - আমি কার...???

শুনো ''হে- ভোরের পাখি',
বলি মনের কথা,
বন্ধুর লাগি মনে আমার-
জাগে ভীষম ব্যথা,
অভিমানী বন্ধুর আজ-
কেমন কাটলো রাত ?
যাও-রে পাখি জানাও তারে-
শুভ সুপ্রভাত.........।
---------------০০০--------------

0 comments:

Post a Comment