• This is slide 1 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 2 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 3 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 4 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 5 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.

Sunday, December 29, 2019

কবিতাঃ প্রহসন

📖 প্রহসন
- কাজী ইলিয়াছ আলী অশ্রু--
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
আমার মনে পাপ ছিলো না
কথার মাঝে ফাঁদ ছিলো না
উদারতায় ভনিতা ছিলো না
বিশ্বাসে সংশয় ছিলো না
কাজের মাঝে ফাঁকি ছিলো না
কাছে থাকার লোভ ছিলো না
হাসির ভিতর ছল ছিলো না
বন্ধু বলেই বন্ধু হয়ে
খোঁজ নিতাম রোজ...।।
অথচ খুব সহয়েই বলে দিলো-
''এতোকিছু ভালো লাগে না''-।
খুব সহজে বলা খুব ছোট একটা কথা-
সমস্ত হৃদয়টা-কে ভেঙ্গে চৌচির করে দিয়েছে,
বাকরুদ্ধ হয়ে পড়েছে- আমার যত কথা,
এখন আর কারো খোঁজ নিতে যাই না,

----------------------------------------------------------
-

কবিতাঃ ফেরারী-২

ফেরারী-২


--কাজী ইলিয়াছ আলী অশ্রু--


'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
( ১ )
গোটা পৃথিবী যখন একটা নাট্যমঞ্চ,
জীবনটা নাটক- কেনো নয়...???
কখনো প্রয়োজনে চাদরে মুখ লুকাই,
কখনো আয়নার সামনে দাঁড়িয়ে-
নিজের প্রতিচ্ছবি দেখে -
একা একা হেসে উঠি দুঃখভরা মনে.....।

(২)
 একটা নষ্ট লালসায় মত্ত হয়ে-
নিজেই ভোগান্তিকে নিজের জন্য এসেছি ডেকে,
স্বপ্ন ভেবে যা ছুঁয়ার নেশায়-
বোধহারা হয়ে ছুটেছি তার পিছু,
আসলে তা ছিল আমাবস্যার রাতে দেখা-
কবলই একটা দুঃস্বপ্ন !!
আর যখন বোধ ফিরে এলো;-
দেখি- অনাতের শুন্য ঘরে -
হাহাকার-বিলাপ,
কেউ নেই আর খোঁজ নেওয়ার,
কিছু নেই আর আঁকড়ে ধরার,
বেঁচে থাকছি এখন যেনো-
জন-মানবহীন সাহারার বুকে...।।

(৩)
পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষদের মধ্যে-
এখন আমিও একজন,
জীবনে সফলতার কোনো গল্প নেই।
বাস্তব-তো এটাই যে----
পদে পদে পাওয়া ধিক্কারগুলোকে-
না চাইলেও নীরবে মেনে নিতে হয়,
ক্ষুদ্ধ অন্ধকার এখন জীবটা ঘিরে রেখেছে......।।


(৪)
 চাঁদের আলোয় রাতের অন্ধকার কিছুটা দূর হয় বটে,
কিন্তু-
আমাবস্যায়-তো চাঁদ থাকে না, এমনকি-
ক্ষুদ্ধ অন্ধকারে নিজের ছায়াও ছেড়ে যায়,
ভোগান্তিটা কেবল নিজের একাই,
বলি তাই- আর মায়া দেখাইয় না,
ভবঘুর সদা- ঘরহীন ঘরে বসত করে,
এদের সংসার নেই, মায়া নেই, ঠিকানা নেই,
ভালোবাসার মানুষও নেই,
আর যা আছে -তার ভাগী কেউ হয় না......

=========================================================


Friday, December 27, 2019

কবিতাঃ ফেরারী-৩

 ফেরারী-৩
-- কাজী ইলিয়াছ আলী অশ্রু--
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

সবাই ভুলে গেছে মোরে
কত'না পরিচিত জন ছিলো আমাকে ঘিরে
নিজেরে বিলিয়ে দিয়েছি উজার করে-
চেনা মানুষের ভিড়ে,
নিজেরে আডাল করে
আছি আজ চেনা তল্লাট ছেড়ে দূরে
তবু কারো মনে জাগেনি আমার শুন্যতা
কেউ রাখেনি মনে- আমার কথা
কেউ রাখেনি খোঁজ......।

যদি বেঁচে থাকি নিশ্চয়ই ফিরবো একদিন-
চেনা সংসারে,
শুধু সেই চেনা আমাকে পাবে না আর-
তোমাদের ভিড়ে,
থাকবে না হয়তো সেদিন সেই ব্যকুলতা
হাওয়ার সাথে মিশে যাবে প্রসন্ন মনের কথা
থাকবে না আর সেই মমতা ছিলো যা আগে
ব্যথিত হবে না আর মন বিরহে-অনুরাগে,
জেনেছি আমি জানবে তোমরা কেউ কারো নয়,
মায়া শুধু লোক দেখানো--- সবই অভিনয়...।
ভ্রমমায়ায় পড়ে ফাঁদে
যদিও মন কাঁদে
সবই একদিন সইয়ে যায় কিছুই থাকে না থেমে...।।
----------------------------------------------------------------
---------------------------  ২৭,১২,২০১৯ইং




Thursday, December 26, 2019

কবিতাঃ প্রত্যাবর্তন-২

প্রত্যাবর্তন - ২

--- কাজী ইলিয়াছ আলী অশ্রু ----
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'' অনেক সময়ই ক্ষণিকের রঙ্গতামাশায়-
ভুলে যাই আত্মপরিচয়,
ক্ষানিকটা উন্মাদের ন্যায়-
আকাশ ছুঁয়ার অবাস্তব কল্পনার মতো
স্বপ্নকে ছুঁয়ে দেখার নেশায়
ছুটে চলি স্বপ্নের পিছু,পিছু,
ভুলে যাই- দুরের আকাশের চেয়েও দূরে স্বপ্ন ঘুরে বেড়ায়,
সাত জন্মের তপস্যায়ও- আমার সাধ্যের সীমা-
এতো প্রসারিত হওয়া সম্ভব নয়,
ভুলে যাই- আমি শুধুই একজন ভবঘুরে,
ভুলে যাই ভবঘুরদের স্বপ্ন দেখতে নেই,
মনের মাঝে মায়া থাকতে নেই
প্রশ্রয়ের আশ্রয় খুঁজতে নেই
আর-
কারো অপেক্ষায়-ও থাকতে নেই,
তবু-
যা ভাবনা নয়- কেন তা-ই আসে মনে!
কেন এতো মায়া তর জন্য
কেন মনটা এতো পুড়ে
তবে কি নিয়মের বাঁধ ভেঙ্গে-
আমিও বিরহে পুড়ছি তর প্রেমে...............???

জানি, ভালোবাসা আমার জন্য নয়,
তরও ছিলো কিছু প্রনয়ের অভিনয়
তাই ছেড়ে গেলাম-নিজের ছায়া
ভুলে গেলাম-   ভুলে গড়া মায়া
ছায়াহীন মায়াহীন এই আমি শুধু আজ
আঁধারের মানিক............।।
-----------------------------------------------------