Wednesday, January 8, 2020

কবিতাঃ📕📗 ভালো থাকুক স্বার্থপর

📕📗 (( ভালো থাকুক স্বার্থপর ))📗📕
--------- রুহানা আক্তার হেপী ----------
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
আবেগের কাছে আমি খুব সংযমী-
বিবেকের কাছে দায়বদ্ধ,
বাস্তবের কাছে আমি সপ্নহীন, অসহায়,
জীবনের কাছে আমি এক পরাজিত,
আর নিজের কাছে নিজে একজন নিঃস্ব মানুষ...।
কিছু-তো পাইনি জীবনে- শুধু হারিয়েছি ,
শেষ সম্ভল চোখের জলটুকুও আর ঝরে না,
চিৎকার করে বুকফাটা আর্তনাদে এখন আর-
কাঁদতেও পারি না...
তবু বেঁচে আছি,
হয়তো আর স্বপ্ন দেখি না,
তবু বিশ্বাস অটুট আছে, কেবল-
বিশ্বাসী মানুষ খুঁজি না,
মনের মাঝে বহু ব্যথায় চাপা পড়া-
মায়াটা-ও অবিকল আগের মতোই আছে,
মায়াবী মানুষটাকে আর মনে পুষি না,
নষ্টনীড়ে পড়ে থাকা -কষ্টে লালিত সত্ত্বা-
আজও পবিত্রই আছে,
তবু- অবহেলার কাছে নিজেকে-
বিলিয়ে দিতে চাই না,
কষ্টের নীড়ে কষ্ট নিয়েই বেঁচে থাকবো,
তবু ভালো থাকুক স্বার্থপর............।
---------------------০০০----------------------

0 comments:

Post a Comment