• This is slide 1 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 2 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 3 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 4 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 5 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.

Wednesday, January 15, 2020

কবিতাঃ প্রবঞ্চনা

📕📗(((((((( প্রবঞ্চনা )))))))) 📗📕
----- কাজী ইলিয়াছ আলী অশ্রু -----
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'' শীতের কোয়াশা থেকে থেকে
নির্ঘুম চাঁদকে দিয়ে যায় ঢেকে
আলো-ছায়া দেখে দেখে-
রাত হলো ভোঁর,
শীতের চাঁদরে উষ্ণ আদরে
কিছু ব্যথা দাও ঢেলে
চোখে দাও জল এনে-
সিক্ত হই- রিক্তের বেদনে...।

আগামীর গঞ্জনা নিতি দেয় হাতছানি
প্রবঞ্চনা বহুব্যথা দিবে মোরে আনি
জানতাম, জানি-
তবু কবু না মানি
হারানো হিয়া মোর মরীচিকার তরে...।

মন দেবো না দেবো না করে
নীরবে বহুদিন রয়েছি একা একা দূরে
ঘুরে ফিরে যখনই এসে
দিয়েছি ধরা ভালোবেসে
মায়া সব গেছে ভেসে
অচেনা দেশে-
একা একা লাগছে যেনো
ভালোবেসে,শুধু ভালোবেসে.........।।
============০০০============
(((( ২২-১১-২০১৯ইং, মিরপুর,ঢাকা )))))

--------------------------------অশ্রু/ A Solitary Vagrant

Tuesday, January 14, 2020

কবিতাঃ পেত্নির খোঁজে

📕📗((((((( পেত্নির খোঁজে ))))))))📗📕
------ ---কাজী ইলিয়াছ আলী অশ্রু---------
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
গল্পটা বেশ অদ্ভুত!
পেত্নির খোঁজে ভুত......
কখনো পেতাপ্তার কবলে
কখনো মৃত্যুর মিছিলে
কখনো অন্ধকারের কানা গলিতে
কখনো ভাঙ্গা সেতুর তলানিতে
কখন জনশূন্য অরণ্যের ঝোপঝাড়ে
কখনো ঘনবসতিপূর্ণ লোকের ভীড়ে
রোজ খুঁজে বেড়াই একটা মুখ
জলাঞ্জলি দেই সর্বসুখ
আজ আবধি পাইনি খুজে
খুঁজি তারে নয়নের পাতা বুজে
স্বপ্নের স্বপ্নকুমারীদের ভীড়ে-
হারিয়ে যাওয়া সেই মানুষটি আসেনি আজো ফিরে...
তবু বাসনা রাখি একদিন হবে সুখ আস্বাদন
হবে তার সাথে  মিলনের সুখে আলিঙ্গন
হবে একটা ভালোবাসার ঘর
ভালোবাসার পেত্নি সে যে - আমি হবো বর...।।
==============০০০==============

কবিতাঃ পুরনো শূন্য- নিকুঞ্জে

📕📗((( পুরনো শূন্য- নিকুঞ্জে )))📗📕
-------- রুহানা আক্তার হেপী ----------
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'' আমি চলে যাচ্ছি-
তোমার থেকে অনেক দূরে,
সম্পর্কের সুতোটা ছিড়ে গেছে বলেই-
মনের আকুতি মনকে এখন আর টানে না।
টলে না এখন আর অস্তিত্বের ভীত।
আমি তাই ছেড়ে যাচ্ছি অবহেলার শহর,
কিন্তু তিলে তিলে গড়া ভালোবাসাকে বিসর্জন দেইনি,
মনের মাঝে  লালিত স্বপ্নগুলো সাথে নিয়েই যাচ্ছি,
বৈরী সময় শেষে আবার ফিরে আসবে বসন্ত-
সেই বিশ্বাসে সময়কে সাক্ষী রেখে গেলাম......।
একদিন-
সব হারিয়ে যখন নিঃস্ব হবে বুঝবে;-
আমায় অবহেলা করা জীবনের বড় একটা ভুল ছিলো।
হয়তো হেলায় হারানো রত্নের কথা ভেবে-
খুব আফসোস হবে তুমার।
তবু যদি মনের ব্যকুলতায়-
সবচেয়ে আপন মানুষটাকে ফিরে পাওয়ার বাসনা জাগে,
তবে ফিরে এসো সেই চেনা পথের
পুরনো শূন্য- নিকুঞ্জে,
আমি দ্বার খুলে অপেক্ষায় থাকবো।
---------------------০০০০--------------------
----------------------------(( ১৪,০১,২০২০ইং ))

কবিতাঃ হৃদয় হৃদয়ের কথা কয়



📕
📗(হৃদয় হৃদয়ের কথা কয় ))))))📗📕
---------- রুহানা আক্তার হেপী------------
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
মেঘলা আকাশ বিষণ্ণ রাত
বিষণ্ণ মন
কি ভেবেছো সারা রাত-
চাইলেই কি সব ভুলা যায়...?
একটুখানী অভিমানে-
সব ভুলতে চেয়ে বৃথা করেছো-
আমার সারাটি দিন আজ।
ভালোবাসি আর ভালোবাসি,
সে কথা কি বারবার মুখ ফুটে বলতে হয়?
এটুকু যদি নাই বুঝো-
কেন করো ভালোবাসার অভিনয়?
না-হয় আজ বলেই দিলাম-
'' ভালোবাসি শুধুই তোমায়''----।
তবু কিছু মুখে বলতে না পারা-
কথা থাকে,
ভালোবাসলে হৃদয় দিয়ে সেসব-
বুঝে নিয়ে হয়।
ভালোবাসা এমনই হয়-
হৃদয় হৃদয়ের কথা কয়''-------।
---------------------------------------
((((((((((( ১৪,০১,২০২০ইং))))))))))