Tuesday, December 24, 2019

কবিতাঃ স্বাদহীন জীবন

 স্বাদহীন জীবন

-- কাজী ইলিয়াছ আলী অশ্রু--

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'' যখনই চিত্ত'কে স্থির করে-
একাকিত্তের জগতে নিজেকে সমর্পণ করি,
কেউ না কেউ এসে সব এলোমেলো করে দেয়,
ছন্দহীন জীবনকে আরো বেশি ছন্দহারা করতে-
যেনো অনেক আয়োজন করেই মঞ্চস্থ হয়-
একটা মিথ্যে মায়ার অভিনয়;
অত'পর;-
সবই ধোয়াশা,
চিরচেনা জগতেই ফিরে যাই,
আমার সঙ্গি কেবল আমার দুঃখগুলো,
মায়া দেখানো মানুষগুলোর পদধুলি আর পড়ে না
এই অনাতের পথের'পরে............
স্বাদহীন জীবন যেনো এখন শুধু-
বেঁচে থাকার জন্যই বেচে থাকা ''......।।
============০=================


0 comments:

Post a Comment