Thursday, December 26, 2019

কবিতাঃ প্রত্যাবর্তন-২

প্রত্যাবর্তন - ২

--- কাজী ইলিয়াছ আলী অশ্রু ----
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'' অনেক সময়ই ক্ষণিকের রঙ্গতামাশায়-
ভুলে যাই আত্মপরিচয়,
ক্ষানিকটা উন্মাদের ন্যায়-
আকাশ ছুঁয়ার অবাস্তব কল্পনার মতো
স্বপ্নকে ছুঁয়ে দেখার নেশায়
ছুটে চলি স্বপ্নের পিছু,পিছু,
ভুলে যাই- দুরের আকাশের চেয়েও দূরে স্বপ্ন ঘুরে বেড়ায়,
সাত জন্মের তপস্যায়ও- আমার সাধ্যের সীমা-
এতো প্রসারিত হওয়া সম্ভব নয়,
ভুলে যাই- আমি শুধুই একজন ভবঘুরে,
ভুলে যাই ভবঘুরদের স্বপ্ন দেখতে নেই,
মনের মাঝে মায়া থাকতে নেই
প্রশ্রয়ের আশ্রয় খুঁজতে নেই
আর-
কারো অপেক্ষায়-ও থাকতে নেই,
তবু-
যা ভাবনা নয়- কেন তা-ই আসে মনে!
কেন এতো মায়া তর জন্য
কেন মনটা এতো পুড়ে
তবে কি নিয়মের বাঁধ ভেঙ্গে-
আমিও বিরহে পুড়ছি তর প্রেমে...............???

জানি, ভালোবাসা আমার জন্য নয়,
তরও ছিলো কিছু প্রনয়ের অভিনয়
তাই ছেড়ে গেলাম-নিজের ছায়া
ভুলে গেলাম-   ভুলে গড়া মায়া
ছায়াহীন মায়াহীন এই আমি শুধু আজ
আঁধারের মানিক............।।
-----------------------------------------------------


 
 

0 comments:

Post a Comment