Sunday, December 29, 2019

কবিতাঃ ফেরারী-২

ফেরারী-২


--কাজী ইলিয়াছ আলী অশ্রু--


'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
( ১ )
গোটা পৃথিবী যখন একটা নাট্যমঞ্চ,
জীবনটা নাটক- কেনো নয়...???
কখনো প্রয়োজনে চাদরে মুখ লুকাই,
কখনো আয়নার সামনে দাঁড়িয়ে-
নিজের প্রতিচ্ছবি দেখে -
একা একা হেসে উঠি দুঃখভরা মনে.....।

(২)
 একটা নষ্ট লালসায় মত্ত হয়ে-
নিজেই ভোগান্তিকে নিজের জন্য এসেছি ডেকে,
স্বপ্ন ভেবে যা ছুঁয়ার নেশায়-
বোধহারা হয়ে ছুটেছি তার পিছু,
আসলে তা ছিল আমাবস্যার রাতে দেখা-
কবলই একটা দুঃস্বপ্ন !!
আর যখন বোধ ফিরে এলো;-
দেখি- অনাতের শুন্য ঘরে -
হাহাকার-বিলাপ,
কেউ নেই আর খোঁজ নেওয়ার,
কিছু নেই আর আঁকড়ে ধরার,
বেঁচে থাকছি এখন যেনো-
জন-মানবহীন সাহারার বুকে...।।

(৩)
পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষদের মধ্যে-
এখন আমিও একজন,
জীবনে সফলতার কোনো গল্প নেই।
বাস্তব-তো এটাই যে----
পদে পদে পাওয়া ধিক্কারগুলোকে-
না চাইলেও নীরবে মেনে নিতে হয়,
ক্ষুদ্ধ অন্ধকার এখন জীবটা ঘিরে রেখেছে......।।


(৪)
 চাঁদের আলোয় রাতের অন্ধকার কিছুটা দূর হয় বটে,
কিন্তু-
আমাবস্যায়-তো চাঁদ থাকে না, এমনকি-
ক্ষুদ্ধ অন্ধকারে নিজের ছায়াও ছেড়ে যায়,
ভোগান্তিটা কেবল নিজের একাই,
বলি তাই- আর মায়া দেখাইয় না,
ভবঘুর সদা- ঘরহীন ঘরে বসত করে,
এদের সংসার নেই, মায়া নেই, ঠিকানা নেই,
ভালোবাসার মানুষও নেই,
আর যা আছে -তার ভাগী কেউ হয় না......

=========================================================


0 comments:

Post a Comment