Tuesday, December 24, 2019

কবিতাঃ ইতিকথা


ইতিকথা


---কাজী ইলিয়াছ আলী অশ্রু--
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
 নিদয়া পেত্নির নাম লিখে দিলাম-
কালের বুকে,
শশী-মায়া অন্ধকার দিয়েছে ঢেকে,
পথের বাকে-
একাকী নিজের ছায়া দেখে
চমকে উঠি ক্ষণেক্ষণে
ঠিকানাহীন পথে পারি দিয়েছি  জীবনের অনেকটা পথ
আলেয়ার সনে............।।

উপায় নেই আর ফিরে যাওয়ার
বয়সের ভারে; অন্ধকারে-
সামনটাও আর পারি না যেতে
বিষাদ- আচ্ছন্ন মনে ভয় ভয় লাগে,
বৈরি সময় করছি পার -অপার হয়ে
মৃতদের শহরে,...।

কিছু কথা কিছু ব্যথা
সারাক্ষণ মনে জাগে,
সাদা কাপড় গায়ে জড়ালে- কে দিবে দুমুঠো মাটি
আপনা মানুষ ভেবে,
ব্যর্থ জীবনে-
কেউ হয়নি আত্মার স্বজন,
সম্পর্কহীন মায়ার হরষে করেছি কেবল-
প্রেমের কীর্তন.........।

তবু আর করি না বিলাপ
দেইনা কাউকে অভিশাপ
ভ্রান্তির মনস্তাপ থাকুক আমারই
ভালো থাকুক সুখ-পুজারী
শুভকামনা তারই জন্য-
নিঃশেষে ব্যথার দান............।।
------------------------------------
২৯-১০-২০১৯ইং, মিরপুর,ঢাকা,
***************************************************




0 comments:

Post a Comment